ঢাকা   শুক্রবার ১৪ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আকিবের চোখে বাংলাদেশ যেখানে ছিল ভারতের ঠিক পরই (খেলাধুলা)        ভাষা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন (জাতীয়)        মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা (ময়মনসিংহ)        কুয়েটে সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে: সিন্ডিকেটের সিদ্ধান্ত (ময়মনসিংহ)        ফুলবাড়িয়া সমিতির দুর্বলতা কাটিয়ে গতিশীল করতে হবে: শামসুল আলম খান (ময়মনসিংহ)        ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ময়মনসিংহ)        আজকে ময়মনসিংহ আসছেন ড. মিজানুর রহমান আজহারী (ময়মনসিংহ)        বিপ্লবীরা ও আ.লীগ একসঙ্গে এ দেশে থাকতে পারে না : হাসনাত (ময়মনসিংহ)        রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল (ময়মনসিংহ)        প্রবাসীদের মধ্যে চার লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ (জাতীয়)      

তৃণমূলে সরকারি সেবা নিশ্চিতে সচিবদের নির্দেশ

Logo Missing
প্রকাশিত: 08:16:54 pm, 2024-07-04 |  দেখা হয়েছে: 12 বার।

 

 

অনলাইন ডেস্ক : তৃণমূলেও যাতে সরকারি সেবা ঠিকমতো দেয়া হয়, তা নিশ্চিতে জোরালোভাবে সচিবদের বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, শুদ্ধাচার নীতিমালা আছে, সেটি আপডেট করার চিন্তা আছে। পাশাপাশি আচরণবিধি, ১৯৮৯ আপডেট করতে অগ্রগতির বিষয়ে সচিবদের কাছে জানতে চাওয়া হয়েছে, শিগগিরই এটি চূড়ান্ত হবে। এছাড়া শুদ্ধাচার, সুশাসন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও বাজেট বাস্তবায়ন নিয়েও সচিব সভায় নির্দেশনা দেয়া হয়।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয় এবং বছরের শুরু থেকেই যাতে সচিবগণ কর্মপরিকল্পনা নেন, সে বিষয়ে সভায় নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচনী ইশতেহার ও বাজেট বাস্তবায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে।

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এমন কোনো বিষয় নিয়ে সচিব সভায় আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হয়নি। দুই-একজনের অপকর্ম বা দুনীতি নিয়ে আলোচনা করার জন্য সচিব সভা ডাকা হয়নি। তবে সরকারি কর্মচারী আচরণবিধি পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে আয়োজিত সচিব সভা শেষে এ কথা জানান তিনি।