সর্বশেষ সংবাদ
আকিব জাভেদ যে দৃষ্টিতে বাংলাদেশকে দেখেছেন, সেই দৃষ্টিতে কি আপনি দেখেছেন? দেখে না থাকলে পাকিস্তান দলের কোচের কথা শুনে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হতাশা আরেকটু বাড়তে পারে। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই প্রতিবেদকের সঙ্গে কথোপকথনে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করতে গিয়ে আকিব জাভেদ বললেন, চ্যাম্পিয়নস ট্রফিতে একটা জায়গায় বাংলাদেশের অবস্থান ছিল ভারতের ঠিক পরই।
স্যান্টনারের সংবাদ সম্মেলনের তুলনায় আকিবেরটিতেই সাংবাদিকদের ভিড় হলো বেশি। মাত্রই ব্যর্থ চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেছে পাকিস্তান দল। ১৬ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড সফর। সেই সফরের দল ঘোষণার সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচের কাছ থেকে অনেক কিছু জানার থাকবে স্থানীয় সংবাদমাধ্যমের, সেটাই স্বাভাবিক। আকিব আবার সংবাদ সম্মেলনে সঙ্গে নিয়ে এলেন ক্রিকেটার সালমান আলী আগাকে। রহস্য করে বললেন, তাঁকে নিয়েও নাকি একটা ঘোষণা আছে।
সেই রহস্য বেশিক্ষণ লুকিয়ে রাখেননি পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব। সংবাদ সম্মেলনের শুরুতেই বলে দিলেন, ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানই অধিনায়ক থাকছেন, তবে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক সালমান।