ঢাকা   শুক্রবার ১৪ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আকিবের চোখে বাংলাদেশ যেখানে ছিল ভারতের ঠিক পরই (খেলাধুলা)        ভাষা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন (জাতীয়)        মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা (ময়মনসিংহ)        কুয়েটে সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে: সিন্ডিকেটের সিদ্ধান্ত (ময়মনসিংহ)        ফুলবাড়িয়া সমিতির দুর্বলতা কাটিয়ে গতিশীল করতে হবে: শামসুল আলম খান (ময়মনসিংহ)        ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ময়মনসিংহ)        আজকে ময়মনসিংহ আসছেন ড. মিজানুর রহমান আজহারী (ময়মনসিংহ)        বিপ্লবীরা ও আ.লীগ একসঙ্গে এ দেশে থাকতে পারে না : হাসনাত (ময়মনসিংহ)        রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল (ময়মনসিংহ)        প্রবাসীদের মধ্যে চার লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ (জাতীয়)      

ফুলবাড়িয়া সমিতির দুর্বলতা কাটিয়ে গতিশীল করতে হবে: শামসুল আলম খান

Logo Missing
প্রকাশিত: 12:20:50 pm, 2025-02-16 |  দেখা হয়েছে: 5 বার।

ময়মনসিংহস্হ ফুলবাড়িয়া সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফুলবাড়িয়া সমিতিকে নিয়ে রাজনৈতিক চিন্তা না করে আদর্শিক সংগঠন করাসহ সমিতির  অকার্যকর অবস্থাকে গতিশীল করে এর কার্যক্রম জনকল্যাণমুখী করার আহবান জানান বক্তারা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় গঠনতন্ত্রের ৬নং অনুচ্ছেদ এর ধারা-৫ এর (ক), (খ) ও (গ) মোতাবেক জানু-২০২২-ডিসেম্বর-২০২৩ মেয়াদে নির্বাহী কমিটি তাদের মেয়াদকালে সমিতির আর্থিক বিবরণী ও অডিট রিপোর্টসহ সাধারণ সভা অনুষ্ঠানের ব্যবস্থা না করায় এবং সমিতির পরবর্তী নির্বাহী কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় সমিতির সার্বিক কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ায় সমিতির বৈধ কমিটি না থাকায় অনুচ্ছেদ ৮ এর ধারা-২ এর (খ)মোতাবেক তলবী সভা আহবান করার সুযোগ না থাকায় সমিতিকে সচল করার লক্ষে বিগত ৩০/১২/২০২৪ তারিখে সাধারণ সদস্যগণ সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেন।উক্ত কমিটি ২০২৫ সনের দেয়াল ক্যালেন্ডার, মুদ্রণ,বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে। বিগত ১লা ফেব্রুয়ারি/২০২৫ তারিখে সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২৭ জন সদস্যের উপস্থিতিতে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ীতে বনভোজন অনুষ্ঠিত হলে সেই অনুষ্ঠানে নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষে ফেব্রুয়ারি-২৫ মাসের মধ্যে একটি সাধারণ আহবানের জন্য সমন্বয় কমিটিকে অনুরোধ করলে সমন্বয়ক কমিটি তাদের গত ৫ ফেব্রুয়ারি সভায় সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ সরকারি কলেজ (আকুয়া বাইপাস) মিলনায়তনে উক্ত সাধারণ সভার আয়োজন করে।

সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্নার সভাপতিত্বে ও সহ- সমন্বয়ক মীর লুৎফর রহমান ফরহাদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য বক্তব্য রাখেন বাংলাদেশ কাউন্সিল অফ এডিটর এর সাবেক মহাসচিব, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপি এর সাবেক মহাসচিব দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা ও ময়মনসিংহের ব্যুরো চীফ, ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের ময়মনসিংহ, জনতার কন্ঠস্বরের সম্পাদক আলহাজ্ব শামসুল আলম খানসহ সমিতির সমন্বয়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় এডভোকেট মাহবুবুর রশীদ তামান্নাকে আহবায়ক করে ৩১ সদস্যের কমিটি এবং ১৫জন উপদেষ্টা নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উক্ত কমিটি সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ আর্থিক ও উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।

ফুলবাড়িয়া সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল হাকিম বলেন- ফুলবাড়িয়া সমিতি ফুলবাড়িয়াবাসীর একটি ঐতিহ্য। এই সমিতি নিয়ে রাজনৈতিক চিন্তা না করে সমিতিকে একটা আদর্শিক সংগঠনে পরিণত করতে এর কার্যক্রমকে আরো এগিয়ে নিতে আগামী তিনমাসের মধ্যে নির্বাহী কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে।

সমিতির সিনিয়র সদস্য, ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহবায়ক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপি এর সাবেক মহাসচিব দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা ও ময়মনসিংহের ব্যুরো চীফ, ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের ময়মনসিংহ, জনতার কন্ঠস্বরেরের সম্পাদক আলহাজ্ব শামসুল আলম তার বক্তব্যে বলেন- জন্মলগ্ন থেকে ফুলবাড়িয়া সমিতি মানুষের কল্যাণে কাজ করে আসছিলো,মানব কল্যাণে কাজ করতেই এর সৃষ্টি হয়েছিলো,তবে কার্যক্রম বর্তমানে অকার্যকর অবস্থা রয়েছে। এর কার্যক্রমকে আরো গতিশীল ও তরান্বিত করতে নির্বাহী থাকা খুবই জরুরি। তাই আগামী তিন মাসের মধ্যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নির্বাহী কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মাধ্যমে সমিতির কার্যক্রম মানুষের কল্যাণে মানব দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সমিতির সাবেক সভাপতি আব্দুল লতিফ,সিনিয়র সদস্য আকরাম হোসেন, ইঞ্জিঃ আফাজ উদ্দিন,কৃষিবিদ সুজন মিয়াসহ সমিতির বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ।