ঢাকা   শুক্রবার ১৪ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আকিবের চোখে বাংলাদেশ যেখানে ছিল ভারতের ঠিক পরই (খেলাধুলা)        ভাষা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন (জাতীয়)        মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা (ময়মনসিংহ)        কুয়েটে সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে: সিন্ডিকেটের সিদ্ধান্ত (ময়মনসিংহ)        ফুলবাড়িয়া সমিতির দুর্বলতা কাটিয়ে গতিশীল করতে হবে: শামসুল আলম খান (ময়মনসিংহ)        ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ময়মনসিংহ)        আজকে ময়মনসিংহ আসছেন ড. মিজানুর রহমান আজহারী (ময়মনসিংহ)        বিপ্লবীরা ও আ.লীগ একসঙ্গে এ দেশে থাকতে পারে না : হাসনাত (ময়মনসিংহ)        রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল (ময়মনসিংহ)        প্রবাসীদের মধ্যে চার লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ (জাতীয়)      

৫৩ বছরে বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচারকারীদের তালিকা প্রকাশ, নিরপেক্ষ সরকার ছাড়া সম্ভব নয়

Logo Missing
প্রকাশিত: 06:20:14 pm, 2025-01-25 |  দেখা হয়েছে: 4 বার।

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে। আপনারা যতটা যম্ভব সংস্কার করুন। তবে গত ৫৩ বছরে বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচারকারীদের তালিকা প্রকাশের উদ্যোগ নিন। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া এটি প্রকাশ সম্ভব নয়।

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াত ইসলামী বা ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। এ সময় লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিলো। তারা রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাঁই দিয়ে উন্নয়নের কাজ চালিয়েছে। ক্ষমতা হারালে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে বলে ওবায়দুল কাদের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাস্তবে পাঁচজন নেতাকর্মীও খুন হয়নি। কারণ এই দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরতে জানে।

বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার বিচারকে নির্বাসনে পাঠিয়েছিল। এজন্যই বিচারপতিরা বলেছিল তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই বক্তব্যের প্রতিবাদ করায় আইনজীবীদেরও হেনস্তা করা হয়েছিল।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!