সর্বশেষ সংবাদ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর জেলা পরিষদ হলরুমে বিভাগীয় কমিশনারের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সৃষ্টিশীল ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত জানতে চান আয়োজকরা। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম আযাদ, জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম খান।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, এই কর্মশালা তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে উদ্ভাসিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে কার্যকর ভূমিকা রাখবে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক নগর উন্নয়নে এবং যানজট নিরসনে যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগেকে স্বাগত জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে জনগণ তার সুফল পেতে শুরু করবে।
জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম বলেন, ময়মনসিংহ নগরীর একটি গুরুত্বপূর্ণ সমস্যা যানজট। এই ভোগান্তি নিরসনে আমরা একটি কমিটি করেছি। সেই কমিটি যানজট নিরসনে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি। একই সাথে নগরীর জয়নুল আবেদীন পার্কে ফুটপাত ব্যবসায়ীদের কারনে নগরবাসীর ভোগান্তি নিরসনে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, সেগুলো বাস্তবায়নেও আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক মোঃ ইউসুফ আলী তারুণ্যের উদ্যম ও সৃজনশীল চিন্তার শক্তি দিয়ে বৈষম্যমুক্ত এবং টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তিতে দেশ এগিয়ে চলছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মশালায় প্রতিনিধিরা প্রশাসকদের কাছে লিখিত আকারে বিভিন্ন দাবি জানিয়েছেন এবং সেই দাবিগুলো প্রশাসকরা কর্মশালায় তুলে ধরেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।